২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৮:৫৭:৩৮ পূর্বাহ্ন


সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ! নিহত পাঁচ পাক সেনা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৪
সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ! নিহত পাঁচ পাক সেনা ছবি: সংগৃহীত


সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ। নিহত পাঁচ পাকিস্তানি সেনা। পাকিস্তানের বেলুচিস্তানে এই সংঘর্ষ হয়। এরপর পাল্টা জবাবে তিন জঙ্গিকে নিকেশ করে পাকিস্তানি সেনা।

পাকিস্তান সেনাবাহিনীর সংবাদমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, কেচ জেলার বুলেদা এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায়। এর পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান শুরু করে। এ সময় তিন সন্ত্রাসী নিকেশ হয়।

হামলায় নিহত সেনারা হলেন কনস্টেবল টিপু রাজ্জাক (২৩), কনস্টেবল সানি শওকত (২৪), কনস্টেবল শফি উল্লাহ (২৩), ল্যান্স নায়েক তারিক আলী (২৫) এবং কনস্টেবল মুহাম্মদ তারিক খান (২৫)। রাজ্জাক সাহিওয়ালের বাসিন্দা। সানি শওকত করাচি, শফি উল্লাহ লাসবেলা, তারিক আলী ওরাকজাই এবং তারিক খান মিয়ানওয়ালির বাসিন্দা।

সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। চার দিন আগে, অর্থাত্‍ গত বুধবার, খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়। একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে ৭৮৯ টি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ১৫২৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৪৬৩ জন। এটি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে।