ইরাকের রাজধানী বাগদাদের কাছে চরমপন্থী গোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএসের ২ সদস্যকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী।
গতকাল (বৃহস্পতিবার) ইরাকি পুলিশ এ তথ্য জানিয়েছে।
বাগদাদের ৩০ কিলোমিটার উত্তরের তালমিয়ার এলাকার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সায়েদ সিনহুয়াকে জানান, আইএসের জঙ্গিরা তালমিয়ার কাছে একটি সামরিক স্টেশনের ওপর হামলা চালালে সেনাবাহিনীর সঙ্গে তাদের তুমুল গোলাগুলি হয়। এতে ওই দুই আইএস জঙ্গি নিহত হয় এবং ১ জন ইরাকি সৈন্য আহত হয়।
২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে আইএসের ওপর পরিচালিত অভিযানে ব্যাপক সাফল্য অর্জন করেছে ইরাকের সরকারি সরকার। ওই সময় থেকে আইএসের অনেক সদস্য দেশটির গ্রামীাঞ্চলে পালিয়ে যায় এবং সেখান থেকে তারা মাঝে মাঝে হামলা চালায়।