সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ৯ জানুয়ারি সর্বশেষ একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। শুক্রবার সকালে সুস্থ হয়ে তিনিও হাসপাতাল ছেড়েছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ জানান, ২০২২সালে রামেক হাসপাতালে হাসপাতালে ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয়জন রোগী মারা গেছেন।
চলতি মৌসুমে (২০২৩) পাঁচ হাজার ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছেন চার হাজার ১৯৮ জন। এ মৌসুমে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৯৩ জন। এ মৌসুমে ৩৮ জন রোগী মারা গেছেন।
সবশেষে শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার আরিফুল ইসলাম (৩৬) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছ।
ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ আরও জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। বর্তমানে হাসপাতালে আর কোনো ডেঙ্গু রোগী নেই।