২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৩৯:১১ পূর্বাহ্ন


ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৯-০১-২০২৪
ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান


তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের একাধিক অংশ। রিখটার স্কেলের তীব্রতা ৬.০। এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। জানা গেছে, জাপানের হোনশুর পশ্চিম উপকূলবর্তী অঞ্চল কেঁপে উঠেছে ভূমিকম্পে।

প্রসঙ্গত, ১ জানুয়ারিও জাপান ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৬। সেই ভূমিকম্প অবশ‍্য সুনামির আকার নেয়। প্রায় ১২ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছিল৷ ক্ষয়ক্ষতির মাত্রাও ছিল প্রবল।

উল্লেখ্য, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও তারপর সুনামি আছড়ে পড়ে জাপানে। ২০১১ সালের ১১ মার্চ জাপানের হোনশু দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে ৯.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷

জাপানে সেই সময় সবচেয়ে বড় বিধ্বংসী সুনামি ধেয়ে আসে৷ ভয়ঙ্কর সুনামিতে ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়৷ বছরের পয়লা দিনের বিপর্যয়ে সেই স্মৃতি মনে পড়তেই বাড়ছে বিরাট আতঙ্ক৷