২০২৩ সালের গরমের সময় বহু ছাত্র-ছাত্রী অসুস্থ হয়েছিলেন স্কুলে পড়তে এসে। প্রবল গরমে হাঁসফাস অবস্থা হয়েছিল বহু পড়ুয়ার। তবে এখন শীতকাল। এই সময়ও ভয়াবহ এক ঘটনা ঘটে গেল।
অসুস্থ হয়ে স্কুলেই মৃত্যু হল ক্লাস সিক্সের এক ছাত্রীর। স্কুল গেটে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী। মৃত ছাত্রীর নাম অনুষ্কা দেবনাথ। বাড়ি আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীতে।
অন্যান্য দিনের মতোই আজও স্কুলে এসেছিল অনুষ্কা। সকাল ১১ টা নাগাদ স্কুলের মাঠেই অসুস্থ হয়ে পড়ে সেই ছাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বহু অভিভাবক স্কুলের গাফিলতির অভিযোগ করে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে।