০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৭:৪২ অপরাহ্ন


গাবতলী উপজেলা বিএনপি নেতা রিপন গ্রেফতার
আল আমিন মন্ডল (বগুড়া)
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৪
গাবতলী উপজেলা বিএনপি নেতা রিপন গ্রেফতার


বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপনকে শনিবার বিকালে থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

একাধিক সুত্র জানায়, শনিবার গাবতলী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মহিষাবান পাঁচমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, রিপনের বিরুদ্ধে নাশকতার ও বিস্ফোরক আইনে মামলার আসামী হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এমআর ইসলাম রিপন মহিষাবান ইউনিয়নের নিশিন্দা মড়িয়া বাজার গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এদিকে, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমআর ইসলাম রিপনকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারন সম্পাদক এনামুল হক নতুন ও সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর।