২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:০০:০৬ পূর্বাহ্ন


ইরানের জোড়া বোমা হামলার কঠোর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি রাইসির
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৪
ইরানের জোড়া বোমা হামলার কঠোর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি রাইসির ইরানের জোড়া বোমা হামলার কঠোর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি রাইসির


চলতি সপ্তাহে কেরমান শহরে জোড়া বোমা হামলায় শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানির স্মৃতিসৌধে যোগদানকারী বহু লোক নিহত ও আহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কঠোর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার, রাইসি রাজধানী তেহরানের প্রায় ৮২০ কিলোমিটার (৫১০ মাইল) দক্ষিণ-পূর্বে কেরমানে জড়ো হওয়া হাজার হাজার শোকাহতদের উদ্দেশ্যে ভাষণ করেছিলেন। তিনি বলেছিলেন যে, তেহরানের শত্রুরা ‘ইরানের শক্তি এবং সমগ্র বিশ্ব তার শক্তি এবং সামর্থ্য জানে’ দেখতে পাবে, যোগ করেন যে, ‘আমাদের বাহিনী পদক্ষেপ নেয়ার স্থান এবং সময় নির্ধারণ করবে।’

রাইসির মন্তব্য এমন সময়ে এসেছে যখন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তারা বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় রাষ্ট্রীয় টিভিতে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে যে, নিরাপত্তা বাহিনী কেরমানে দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে সমর্থন দেয়ার জন্য দুই জনকে আটক করেছে এবং দেশের অন্যান্য অংশে থাকা নয়জনকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বুধবারের বোমা হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল (আইএসআইএস)। শুক্রবার যখন কেরমানে লোকেরা ইরানের পতাকায় মোড়ানো কাসকেটের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল, তারা চিৎকার করেছিল: ‘আমেরিকার মৃত্যু!’ এবং ‘ইসরাইলের মৃত্যু!’

বিস্ফোরণে কমপক্ষে ৮৯ জন নিহত এবং ২৮০ জনেরও বেশি আহত হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন আফগান নাগরিকও রয়েছে। সূত্র: আল-জাজিরা।