২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৪২:৩১ পূর্বাহ্ন


গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৬-০১-২০২৪
গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত


গাজায় ইসরাইলি সামরিক হামলায় গত ২৪ ঘণ্টায় ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২৫৬ জন আহত হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

শুক্রবার রাতে খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেম জুড়ে অবস্থানে অভিযান চালাচ্ছে।

জাতিসংঘের মানবিক প্রধান বলেছেন, গাজা ফিলিস্তিনিদের জন্য ‘মৃত্যু ও হতাশার’ স্থানে পরিণত হয়েছে।

লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে বলেছে যে, বৈরুত শহরতলিতে হামাসের ডেপুটি লিডার সালেহ আল-আরোরির হত্যার জন্য ইসরাইল ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২২,৭২২ জন নিহত এবং ৫৮,১৬৬ জন আহত হয়েছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯। সূত্র: আল-জাজিরা।