শুক্রবার (৫ই জানুয়ারী-২৪) বগুড়ার গাবতলী ও শাজাহানপুরের কারাবন্দী ৫পরিবারের সদস্যদের শান্তনা ও খোঁজখবর নিতে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
কারাবন্দীরা হলেন গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি বগুড়া শহরের ঠনঠনিয়া সরদারপাড়ার কারাবন্দী আতিকুর রহমান পিন্টু, বগুড়া শহর বিএনপির সদস্য ঠনঠনিয়া এলাকার মোন্তেজুর রহমান, বগুড়া শহরের খান্দারের ৯নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সভাপতি আব্দুৃল ওহাব সরকার, শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজু। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজামান অটল, আশেকপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোবারক আলী, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল মন্ডল, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি ও অঙ্গদল’সহ কারাবন্দী পরিবারের সদস্যদের মধ্যে শাহানা বেগম, শিরিন আক্তার, ফজলার রহমান, ছামছুল হক ও ধ্রব প্রমূখ।