শুধু গাজা উপত্যকা নয়, অধিকৃত পশ্চিম তীরেও ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সবশেষ, ১৭ বছরের এক কিশোরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ইসরাইল, যে ঘটনার একটি ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি থেকে পাওয়া ওই ফুটেজ প্রকাশ করেছে আল জাজিরা আরবি।
ভিডিওটি প্রকাশ করে আল জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ’র উত্তর-পশ্চিমে অবস্থিত বেইত রিমায় ইসরাইলি বাহিনী ওসাইদ তারিক আনিস আল-রিমাউই নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে।
ফুটেজে দেখা গেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একদল লোকের ওপর ইসরাইলি সেনারা হঠাৎই গুলি চালালে ওই কিশোর রাস্তাতেই লুটিয়ে পড়ে। এছাড়া তাকে উদ্ধার করতে এগিয়ে আসা অন্যদের ওপরও গুলি চালানো হয়। এতে অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে আরেক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, পশ্চিম তীরের নুর শামসে কমপক্ষে ৩০ ঘন্টা ধরে ইসরাইলি অভিযান চলছে। সেখানে একটি স্কুলসহ বিভিন্ন ভবনের ছাদে ইসরাইলি স্নাইপাররা অবস্থান নিয়েছে। সেখানে কোনো মিডিয়ার প্রবেশের অনুমতি নেই, এমনকি ঢুকতে দেয়া হচ্ছে না অ্যাম্বুলেন্স।
অধিকৃত পশ্চিম তীরের আরও অনেক জায়গায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি ছিল নাবলুসের কাছে বালাতা শরণার্থী শিবিরে। অন্যান্য অভিযানগুলো জেনিন, কালকিলিয়া এবং তুবাস থেকে শুরু করে হেবরন এবং অধিকৃত পূর্ব জেরুজালেম পর্যন্ত সংঘটিত হয়েছে।
আল জাজিরা বলছে, ওসাইদ তারিক আনিস নামের ১৭ বছর বয়সী ওই কিশোরকে হত্যার মধ্য দিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ জনে।
এছাড়া গ্রেফতার করা হয়েছে ৫ হাজারের বেশি মানুষকে, যাদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে।