২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:৩৫:৪০ পূর্বাহ্ন


জাপানের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৪
জাপানের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ জাপানের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ


জাপানের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে একই সময় পাশাপাশি চলে আসে দুই বিমান। বিপদ এড়ানো যায়নি। দুই বিমানই ধাক্কা মারে একে অপরকে। তীব্র সংঘর্ষে আগুন জ্বলে যায় একটি বিমানে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ব্যাঙ্ককগামী জাপান এয়ারলাইন্সের বিমান টেক অফ করার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়েই রানওয়েতে দাঁড়িয়ে ছিল উপকূলরক্ষী বাহিনীর একটি বিমান। দু’টি বিমানের ধাক্কা লাগে। কীভাবে একই সময় দুটি বিমান রানওয়েতে পাশাপাশি চলে এল তা যানা জায়নি।

একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপানি এয়ারলাইন্সের বিমানটির সংঘর্ষ হয়। তা থেকেই আগুন ধরে যায় বিমানটিতে। যাত্রীবাহী বিমানটিতে যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে মোট ৩৭৯ জন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, যাত্রীবাহী বিমানটির নীচের অংশে দাউদাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত বিমানটি থেকে ধীরে ধীরে যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ।

জানা গেছে, ধাক্কা লাগার পরে উপকূলরক্ষী বাহিনীর বিমানটিতে ৫ থেকে ৬ ক্রু মেম্বারের খোঁজ মিলছে না।

জাপানের বিভিন্ন টিভি চ্যানেল জানাচ্ছে, জাপান এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০ বিমানটি হানোদা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা উপকূলরক্ষীবাহিনীর একটি বিমানে সজোরে ধাক্কা মারে। উপকূলরক্ষীবাহিনীর বিমানটির কী অবস্থা, এখনও পর্যন্ত জানা যায়নি।  জাপান এয়ারলাইন্সের বিমানটির উইং-এ আগুন ধরে যায়। সেই অবস্থাতেই বিমানটি অবতরণ করে। 

জাপানি সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, বিমানটি আসছিল হোক্কাইডো বিমানবন্দর থেকে। বিমানটির আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা । সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, কেউ আহত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে উপকূলরক্ষী বাহিনীর বিমানের কয়েকজন ক্রু মেম্বারের খোঁজ পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, নতুন বছর পড়তেই একের পর এক বিপদ ঘটে চলেছে জাপানে। নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে জাপান। একইদিনে ১৫৫টি কম্পন হয়েছে জাপানে। ভূমিকম্পের পরই জাপানের উপকূলে আছড়ে পড়ে সুনামি। ভূমিকম্প ও সুনামিতে জাপানে মৃত বেড়ে ৪৮। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এর মধ্যেই দুই বিমানের সংঘর্ষে বিপদ আরও বাড়ল।