০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৪:১০ অপরাহ্ন


এনায়েতপুরে বিএনপি নেতা গ্রেফতার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৪
এনায়েতপুরে বিএনপি নেতা গ্রেফতার এনায়েতপুরে বিএনপি নেতা গ্রেফতার


সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিজয় আহম্মেদকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করা হয়।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এনায়েতপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার আসামি বিএনপি নেতা বিজয়কে সোমবার সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে রোববার ডামি নির্বাচন বর্জনের আহবানে এনায়েতপুরে লিফলেট বিতরণের সময় থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিজয় আহম্মেদকে গ্রেফতার করা হয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিএনপি নেতা বিজয়সহ সব বিএনপি নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় বিবৃতিতে।