বছরের প্রথম দিনেই জাপানের ৭.৪ মাত্রার বড়সড় ভূমিকম্প হয়েছে। এরপরেই সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানে। জানা গেছে, জাপানের সমুদ্র তীরবর্তী শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। তবে শুধুমাত্র জাপান নয়, রাশিয়ার এবং উত্তর কোরিয়ার কিছু অংশেও সুনামি সতর্কতা জারি হয়েছে বলে জানা যাচ্ছে।
রাশিয়ার সমুদ্র তীরবর্তী অংশ ভ্লাদিভোস্টক এবং নাখোদকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার সাখালিন দ্বীপের পশ্চিমতটেও সুনামির অ্যালার্টা জারি হয়েছে। অন্যদিকে, উত্তর কোরিয়াও সুনামি সতর্কতা জারি করেছে। দেশের পূর্ব প্রান্তের সমুদ্র লাগোয়া শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিন জাপানে ৭.৪ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি নোটো, ইশিকাওয়াতে আঘাত হানে। সোমবারের ভূমিকম্পের কারণে ইশিকাওয়াতে তাৎক্ষণিক সুনামির সতর্কতা জারি করা হয়।
দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী টোকিও ও কান্তো অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। জাপানি পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর মতে, সুনামির সতর্কতার পর ৫ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূলীয় এলাকা ছেড়ে ভবনের শীর্ষে বা উঁচু ভূমিতে সরে যেতে বলা হয়েছে।