২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:৫৫:৫০ অপরাহ্ন


ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন তেহরানে
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৩
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন তেহরানে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন তেহরানে


গত ২৩ ডিসেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, এদিন তেহরানে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়।

এর উদ্দেশ্য আন্তর্জাতিক সমাজ থেকে গাজা ও জর্ডান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনীদের জন্য আরও বেশি সমর্থন পাওয়া।

বিবৃতিতে বলা হয়, একদিনের সম্মেলনে মানবিক সহায়তা প্রদান করা এবং গাজা অঞ্চলের সামরিক হামলা ও অবরোধ বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এবারের সম্মেলন হচ্ছে ফিলিস্তিনের কূটনৈতিক প্রচেষ্টাকে ইরানের সমর্থনের এক অংশ। ৫০টিরও বেশি দেশের রাজনৈতিক, ধর্মীয়, ও মিডিয়া প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।