একদিকে সারা বিশ্বে পালিত হচ্ছে বড়দিনের উত্সব, অন্যদিকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। বড়দিনে গাজায় বড় ধরনের বিমান হামলা চালায় ইজরাইল। বড়দিনের আগের দিন থেকে সোমবার সকাল পর্যন্ত গাজায় বোমা হামলা চালিয়েছে ইজরাইল।
এই হামলায় প্রায় ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজায় ৭০ জনের মৃত্যুর পর পরিস্থিতি খুবই খারাপ। মানুষকে তাদের প্রিয়জনের মৃতদেহ নিয়ে পাগলের মত দৌড়াতে দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইজরাইলি হামলাকে 'গণহত্যা' হিসেবে বর্ণনা করেছেন। আল-মাগাজি শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছে।
ইজরায়েলি হামলার বিষয়ে ফ্রিডম থিয়েটার জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা হয়েছে। জেনিন স্থিত থিয়েটার কোম্পানী এক্স (আগের ট্যুইটার)-এ একটি পোস্টে লিখেছে, "বড়দিনের দিন জেনিন শরণার্থী শিবিরে আরেকটি আক্রমণের মাধ্যমে শুরু হয়।" উল্লেখ্য, ফ্রিডম থিয়েটারের প্রযোজক মোস্তফা শেতাকে ১৩ ডিসেম্বর ইজরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করেছিল। এরপর থেকে তিনি হেফাজতে রয়েছেন।
গোটা ঘটনায় ইজরায়েলি সেনাবাহিনীও বিবৃতি দিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি পর্যালোচনা করছে। সেনাবাহিনী বলছে, তারা নাগরিকদের নয়, হামাসকে টার্গেট করতে চায়।
প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাস প্রথম ইজরায়েল আক্রমণ করে। এরপর ইজরাইল, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। হামাসের হামলায় ১২০০ জনেরও বেশি মানুষকে মেরে ফেলে। শুধু তাই নয়, এর পর হামাস ২৪০ জনকে বন্দি করে, যদিও এর মধ্যে ১৪০ ইজরায়েলি নাগরিককে যুদ্ধবিরতির শর্তে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে ইজরায়েলি হামলায়ও হাজার হাজার মানুষ মারা গেছে। গাজার আধিকারিকদের মতে, এখন পর্যন্ত ২০,৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।