২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০১:৪১:১০ অপরাহ্ন


কুকুরের দাম ২০ কোটি টাকা !
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৩
কুকুরের দাম ২০ কোটি টাকা ! কুকুরের দাম ২০ কোটি টাকা !


মানুষের জীবনে শখের গুরুত্ব বড় বেশি। কেউ দামি গাড়ি রাখেন শখ করে। আবার কারও পছন্দ শৌখিন পোশাক, কেউ শুধু সুগন্ধীর পিছনেই খরচ করেন বহু অর্থ। ঘড়ি থেকে জুতো—এক এক জনের শখ এক এক রকম।

অনেক মানুষ আছেন যাঁরা দামি পোষ্য রাখতে পছন্দ করেন নিজেদের বাড়িতে। কিন্তু কত দাম হতে পারে এই পোষ্য কুকুরের! শুনলে অবাক হতে হয় বৈ কি!

এই ভারতেই এমন একজন মানুষ রয়েছেন, যিনি একটি খুব বিরল জাতের কুকুরের মালিক। ওই কুকুরটির মূল্য এক, দেড় হাজার টাকা নয়। কড়কড়ে ২০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই। একটি পোষ্য কুকুরের দাম ২০ কোটি টাকা। এই কুকুরের দাম যেমন, তেমনই এর বিশেষত্ব৷৷

বেঙ্গালুরুর বাসিন্দা সতীশ কুকুরটি হায়দরাবাদ থেকে কিনেছেন। সতীশ ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোরের সভাপতি। তিনি বলেন, ‘কিছুদিন আগে হায়দরাবাদের মদিনাগুড়ায় বিশ্বাস পেট ক্লিনিকে গিয়েছিলাম। সেখানেই আমি একটি খুব বিরল ককেশিয় শেফার্ড কুকুর দেখেছি।’ কুকুরটিকে দেখেই মুগ্ধ হয়ে যান সতীশ, এমনই তাঁর দাবি। আসলে এই কুকুরটি রাশিয়ান জাতের একটি বিরল প্রাণী, বলাই যায়।

কিন্তু ঘটনা হল, এই একটি কুকুরের মূল্য এত বেশি যা দিয়ে ভারতের যে-কোনও শহরে অজস্র বাড়ি, গাড়ি কিনে ফেলা সম্ভব। সতীশ জানান, আমি এই কুকুরটি ২০ কোটি টাকায় কিনেছি, কারণ এটি পৃথিবীর বিরল প্রজাতির কুকুরগুলির মধ্যে একটি।

সতীশ জানান, তিন বছর বয়সী এই কুকুরটি আমিষ খাবার পছন্দ করে। তার জন্য প্রতিদিন তিন কেজি মুরগির মাংস লাগে। বেঙ্গালুরুতে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন জানানো হয়েছে, সতীশ এই কুকুরটির নাম দিয়েছেন ‘কেদবম হায়দার’। এখনও পর্যন্ত বিশ্বের তাবড় ‘ডগ শো’-তে যোগ দিয়েছে কেদবম। সেরা কুকুর প্রজাতি হিসেবে এখনও পর্যন্ত ৩২টি পদক জিতে এসেছে সে। শুধু তাই নয়, রুপোলি পর্দাতেও দেখা যায় তাকে। অনেক ছবিতে অভিনয় করেছে সতীশের কোটি টাকা কুকুর।

বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সারা বিশ্ব থেকে আমন্ত্রণও আসছে। সতীশ এমনিতেই দামি কুকুর পালন করতে পছন্দ করে। ২০১৬ সালে, সতীশ ছিলেন ভারতে প্রথম ব্যক্তি যাঁর সংগ্রহে ছিল দু’টি কোরিয়ান মাস্টিফ। এদের প্রতিটির মূল্য ছিল ১ কোটি টাকা। চিন থেকে এই সব কুকুর আমদানি করেছেন সতীশ। তিনি বলেন, কেদবম যেখানেই যায়, সকলে তার সঙ্গে সেলফি তোলার প্রতিযোগিতা শুরু করে দেন।