১৭ মে ২০২৪, শুক্রবার, ০৬:০৭:০০ অপরাহ্ন


রাজশাহীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান ও পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৩
রাজশাহীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান ও পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত রাজশাহীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান ও পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত


রাজশাহীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান ও পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম অভিযান পরিচালিত হয়েছে। 

ইট পোড়ানো মৌসুম ২০২৩-২০২৪ শুরু হওয়াতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে নিম্নোক্ত ইট ভাটাগুলির সিএম লাইসেন্স গ্রহণ/নাবায়নের আবেদন এবং পরীক্ষণের জন্য ক্লে-ব্রিকস পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

১) এস ডি এস ব্রিকস,   কাটাখালি, পবা, রাজশাহী। 

২) হিরো ব্রিকস, মচমইল, বাগমারা, রাজশাহী। 

৩) এম আর কে-১ ব্রিকস, খড়খড়ি, পবা, রাজশাহী। 

৪) পপুলার ব্রিকস, ভালুকপুকুর, পবা, রাজশাহী। 

৫) এম আর এফ ব্রিকস, পশ্চিমভাগ, পুঠিয়া, রাজশাহী। 

৬) এম এস এ ব্রিকস, পূর্ব হরিয়ান, কাটাখালি, রাজশাহী। 

৭) এম আর এস ব্রিকস, হরিয়ান বাইপাস, পবা, রাজশাহী।

৮) নাইস ব্রিকস, হরিয়ান, কাটাখালি, রাজশাহী।

৯) এম আর কে ব্রিকস, পবা, রাজশাহী। 

১০) হিরা ব্রিকস, গোদাগাড়ী, রাজশাহী।

১১) নাইস ব্রিকস, গোদাগাড়ী, রাজশাহী।

ইটভাটাগুলিকে উৎপাদিত ক্লে-ব্রিকস পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে উৎপাদন, বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন বিএসটিআইয়ের বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা মো: শরীফ হোসেন, সহকারী পরিচালক (সিএম); এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও  মো: নাসির উদ্দিন, ফিল্ড অফিসার (সিএম) প্রমুখ।