২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:৪০:৫৩ অপরাহ্ন


বন্দুক নিয়ে খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে শত শত শিশু নিহত হয়
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৩
বন্দুক নিয়ে খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে শত শত শিশু নিহত হয় বন্দুক নিয়ে খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে শত শত শিশু নিহত হয়


বিগত ২০ বছরে যুক্তরাষ্ট্রে শত শত শিশু বন্দুক নিয়ে খেলতে গিয়ে প্রাণ হারিয়েছে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের উদ্যোগে গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক গবেষণা-প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট গবেষকরা ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত এক হাজারেরও বেশি বন্দুক-দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কার করে যে, বন্দুকের গুলিতে নিহত বেশিরভাগ শিশু ও কিশোর নিজেদের বাড়িতে গুলিবিদ্ধ হয়।

এর মধ্যে, ১০ বছরের কম বয়সী শিশুদের অর্ধেকেরও বেশি বন্দুক নিয়ে খেলা বা অন্যদেরকে বন্দুক দেখাতে গিয়ে গুলিতে মারা গেছে।