২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:১৮:১২ অপরাহ্ন


১ হাজার বছর পর ২০২৪ সালে ভয়ঙ্কর আছড়ে পড়তে পারে মেগাসুনামি!
আবহাওয়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৩
১ হাজার বছর পর ২০২৪ সালে ভয়ঙ্কর আছড়ে পড়তে পারে মেগাসুনামি! ১ হাজার বছর পর ২০২৪ সালে ভয়ঙ্কর আছড়ে পড়তে পারে মেগাসুনামি!


নতুন বছর ২০২৪ সালে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। যেগুলি খুব ভয়ানক ও বড় আকারে হতে পারে। 

একটি গবেষণাপত্র এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বিরাট আকার একটি সুনামি আঘাতে হানতে পারে। তার জেরে প্রচুর মানুষের মৃত্যু হতে পারে। 

টেকটোনিক্স নামক এক জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কানাডার ভ্যানকুভার দ্বীপে উপস্থিত টেকটনিক প্লেটের সংঘর্ষে সুপার সুনামি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে জার্নালে।

আশঙ্কা করে বলা হয়েছে অন্তত ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে এই সুনামিতে। এর আগেও সুনামি রে বিভিন্ন ধ্বংসযজ্ঞের সাক্ষী রেখেছে গোটা পৃথিবী।

বিশেষজ্ঞরা এই ফল্ট লাইনের নাম দিয়েছেন XEOLXELEK-Elk Lake fault (XELF)। এই ফল্ট লাইন 45 মাইল পর্যন্ত প্রসারিত। 

কানাডা ছাড়াও সিয়াটলেও এই মেগাসুনামি ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এই মেগাসুনামি উৎপন্ন হতে ৬.১ থেকে ৭.৬ মাত্রার ভূমিকম্পের প্রয়োজন হবে। 

আশঙ্কা করা হচ্ছে, এমন ভূমিকম্পের মাত্রা ওই এলাকাতে হলেই সুনামির সম্ভাবনা তৈরি হবে।