২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:০৫:২৪ অপরাহ্ন


বৃদ্ধকে বলাৎকারের ঘটনায় এসআই কারাগারে
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২২
বৃদ্ধকে বলাৎকারের ঘটনায় এসআই কারাগারে বৃদ্ধকে বলাৎকারের ঘটনায় এসআই কারাগারে


রংপুরের পীরগাছায় এক বৃদ্ধকে (৪৮) বাসায় ডেকে নিয়ে অচেতন করে বলাৎকারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই স্বপন কুমারের সঙ্গে চাকরির সুবাদে পূর্বপরিচয় ছিল ওই বৃদ্ধের।

ঘটনার দিন বুধবার রাতে এসআই স্বপন কুমার বৃদ্ধকে তার ভাড়া বাসায় ডেকে নেন। ওই বাসায় স্বপন কুমার একাই থাকতেন। রাতে বৃদ্ধকে ফলের সঙ্গে চেতনানাশক খাওয়ানোর পর বিকৃত লালসা মেটান এসআই স্বপন কুমার। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে এসআই স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ঘটনায় বিকেলে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় স্বপন কুমারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্বপন কুমারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীর সময় / এম আর