০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৫৭:৪৮ অপরাহ্ন


সিরাজগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২৩
সিরাজগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু সিরাজগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু


বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা থানার বনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের নুর মোহাম্মাদ তালুকদার সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাই জহুরুল ইসলাম তালুকদারও একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার এই দুই ভাইয়ের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয় বনবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সলংগা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, নুর মোহাম্মাদ তালুকদার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এবং তার ছোট ভাই জহুরুল ইসলাম তালকুদার গোলকপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। এরা দুজনই এলাকায় শ্রদ্ধাভাজন ছিলেন।