১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:০৭:৫৪ পূর্বাহ্ন


প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৩
প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ময়না ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর শিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই গৃহবধূর স্বামীর করা মামলায় গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আসামিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর শিকদার ময়না ইউনিয়নের মুড়াইল গ্রামের ইব্রাহীম শিকদারের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই গৃহবধূর স্বামী অন্যের খেতে কাজ করে সংসার চালান। ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদার প্রায়ই তার বাড়িতে কাজের জন্য ওই গৃহবধূকে নিয়ে যেতেন।

এক পর্যা‌য়ে ভয়-ভীতি দেখিয়ে গৃহবধূকে প্রায়ই ধর্ষণ করতেন। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি সাড়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি ওই গৃহবধূ ধর্ষণের কথা তার স্বামীকে খুলে বলেন।

এরপর বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এর আগে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে গৃহবধূর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছিলেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, গৃহবধূর স্বামীর করা মামলায় আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়।