২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন


নবিজির (সা.) শেখানো যে দোয়ায় সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৩
নবিজির (সা.) শেখানো যে দোয়ায় সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয় ফাইল ফটো


জায়েদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি বলে,

أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

উচ্চারণ: আসতাগফিরুল্লাহাল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি

অর্থ: আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তার কাছে দিকে প্রত্যাবর্তন করছি।

তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদি সে রণক্ষেত্র থেকেও পলায়ন করে থাকে। (সুনানে তিরমিজি)

এ দোয়ায় একাধারে ক্ষমা প্রার্থনা, ওসিলা, ইমান ও তাওহীদ এবং ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার রয়েছে, যা দোয়াটির বিশেষ ফজিলতপূর্ণ হওয়ার কারণ।

১. ‘আস্তাগফিরুল্লাহ’ বলে আল্লাহকে তার সর্বোত্তম নাম ‘আল্লাহ’ শব্দে ডেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

২. আল্লাহর তিনটি গুণবাচক সুন্দর নাম ‘আল-আযীম’ ‘আল-হাইয়ু’ ‘ আল-কাইয়ুম’ উল্লেখ করে সেগুলোকে ওসীলা বানানো হয়েছে। ‘আল-আযীম’ অর্থ মহান, ‘আল-হাইয়ু’ অর্থ চিরঞ্জীব, আল-কাইয়ুম’ অর্থ চিরস্থায়ী।

৩. ‘লা ইলাহা ইল্লা হুয়া’ বলে আল্লাহর তাওহিদ বা একত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে যা ইমানের মূল কথা।

৪. ‘আতুবু ইলাইহি’ বলে পাপের পথ থেকে ফিরে আসার ঘোষণা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আর গুনাহ না করার অঙ্গীকার করা হয়েছে।