২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৫৩:০২ পূর্বাহ্ন


এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাসের হার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৩
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাসের হার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, কমেছে পাসের হার


২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে দুপুর ২টার দিকে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা ও বোর্ড সূত্রে গড় পাসের হারের তথ্য জানা গেছে। 

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে।

পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার যা ছিল ৮৫ দশমিক ৯৫।

বোর্ড সূত্রে সাতটি বোর্ডের পাসের হার জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪, বরিশালে ৮০ দশমিক ৬৫, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১, কুমিল্লায় ৭৫ দশমিক ৩৪, রাজশাহীতে ৭৮ দশমিক ৪৬, ময়মনসিংহে ৭০ দশমিক ৪৪ এবং যশোরে ৬৯ দশমিক ৮৮।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছেলে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।