২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:২৭:২৬ অপরাহ্ন


রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২২
রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত রানীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মুজিরব রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।

বৃহস্পতিবার (১৭মার্চ) এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ, প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ'লীগ সম্বলিত ভাবে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে স্ব স্ব ফুলের ডালা দিয়ে সম্মান জানান। সেখানে এক মিনিট নিরবতা পালন করেন এবং বেগুল উড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে উপজেলা হলরুমে কেক টাকার মধ্যদিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। 

উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি হিসেবে দেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,

আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর-মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা,  ওসি এস,এম জাহিদ ইকবাল, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর-আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আ'লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক, প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী, যুগ্ন-আহব্বায়ক হযরত আলী প্রমুখ।

এ ছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, বরেন্দ্র সহকারি প্রকৌশলী তীতুমির রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিববর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ৷ 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ১৬ জন অসহায় ব্যক্তিদের মাঝে ৫০ হাজার করে মোট ৮ লক্ষ টাকার টাকার চেক প্রদান করা হয়। শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অথিতিরা পুরুস্কার তুলে দেন। 

রাজশাহীর সময়/এএইচ