০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৮:৩৯:৪৮ অপরাহ্ন


সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে মানিক হোসেন (২৪) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাঐল বাজারের পাশের একটি বেতের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মানিক সদর উপজেলার কালিয়াকান্দাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। 

কামারখন্দ থানার ওসি মোহা. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলমান আছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।