০১ মে ২০২৪, বুধবার, ০২:৪৭:৩৮ অপরাহ্ন


ঘরেই তৈরি করুন লোভনীয় ফ্রাইড চিকেন, রইলো রেসিপি
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৩
ঘরেই তৈরি করুন লোভনীয় ফ্রাইড চিকেন, রইলো রেসিপি ফাইল ফটো


সোনামণিদের বায়না মেটাতে তাদের জন্য তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও লোভনীয় ফ্রাইড চিকেন। তৈরি করার পদ্ধতি জেনে নিন এবং তৈরি করে ফেলুন।

উপকরণ -

চিকেন উইংস ১\২ কেজি,

আদা বাটা ১ চা চামচ,

রসুন বাটা ১ চা চামচ,

লাল লংকার গুঁড়ো ১ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী,

তেল ডিপ ফ্রাই করার জন্য প্রয়োজন মতো।

কোটিং-এর জন্য -

ময়দা ৩ টেবিল চামচ,

কর্ন ফ্লাওয়ার ৩ টেবিল চামচ ।

সস তৈরির জন্য -

টমেটো সস ২ টেবিল চামচ,

চিলি সস ২ টেবিল চামচ,

সয়া সস ১ চা চামচ,

রসুন ১ চা চামচ কুচিয়ে কাটা,

চিনি ১ চা চামচ,

তিল ১\২ চা চামচ,

তেল ২ টেবিল চামচ ।

যেভাবে তৈরি করবেন - একটি পাত্রে চিকেন উইংসগুলি রেখে লবণ,আদা বাটা,লাল লংকার গুঁড়ো ও রসুন বাটা দিয়ে ভালো করে মেশান।৩০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিন।

একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে নিন।৩০ মিনিট পর ম্যারিনেট করা উইংস নিয়ে তাতে ময়দা ও কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালো করে প্রলেপ দিন এবং অতিরিক্ত প্রলেপ তুলে এগুলো একটি প্লেটে রাখুন।

একটি প্যানে তেল গরম করে অল্প অল্প করে উইংস দিয়ে মাঝারি আঁচে ভাজুন।সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভেজে প্লেটে তুলে রাখুন।এগুলিকে ডবল ভাজতে হবে।যাতে খুব খাস্তা হয়ে যায়।

এগুলো ঠাণ্ডা হয়ে গেলে আবার তেল গরম করে মাঝারি আঁচে দুই দিক থেকে আরও ৩-৪ মিনিট ভাজুন।

সস তৈরির জন্য একটি প্যানে তেল দিয়ে গরম করার জন্য রাখুন।তেল গরম হয়ে গেলে রসুন দিয়ে একটু ভেজে নিন। এরপর টমেটো সস,সয়া সস,চিলি সস ও চিনি দিয়ে মেশান। সসটি ২ মিনিটের জন্য রান্না হতে দিন।

এতে ভাজা চিকেন উইংস দিয়ে ভালো করে মেশান এবং ২ মিনিট রান্না করে তিল দিয়ে মিশিয়ে নিন এবং গ্যাস বন্ধ করে দিন।ফ্রাইড চিকেন রেডি আপনার সোনামণিদের জন্য।