উপকরণ -
খেজুর ৪ কাপ,
দুধ ১\২ লিটার,
চিনি ১ কাপ,
দেশি ঘি ৪ টেবিল চামচ,
নারকেল কোরা ৩ টেবিল চামচ,
বাদাম ১০ টি,
কাজু ১০ টি,
কিশমিশ ১০ টি,
এলাচ গুঁড়ো ১ চা চামচ।
কিভাবে তৈরি করবেন -
খেজুর দুধে ৬ ঘন্টা ভিজিয়ে রাখুন।বাদাম এবং কাজু কুচি করে কেটে নিন।কিশমিশ পরিস্কার করে নিন।খেজুরের বীজ ছাড়িয়ে পাল্প আলাদা করে নিন।
খেজুরের পাল্প মিক্সারে রেখে হালকাভাবে পেস্ট করে নিন।খুব বেশি মসৃণ করবেন না।
একটি ফ্রাইং প্যানে ঘি দিয়ে গরম হতে দিন।গরম হলে আঁচ কমিয়ে মাঝারি করে প্যানে খেজুরের পেস্ট দিয়ে ২০ মিনিট ভাজুন।খেজুরের পেস্ট সোনালি হয়ে গেলে তাতে চিনি ও দুধ যোগ করে ক্রমাগত নাড়তে নাড়তে কম আঁচে রান্না করুন।
দুধ পুরোপুরি শুকিয়ে ঘি আলাদা হতে শুরু করলে এতে বাদাম, কাজু,কিশমিশ ও এলাচ গুঁড়ো দিয়ে ২ মিনিট রান্নার পর আঁচ বন্ধ করে ঢেকে দিন।
খেজুরের পুডিং তৈরি হয়ে গেছে।নামিয়ে নিন এবং ঠান্ডা করে পরিবেশন করুন।এটি একটি এয়ার টাইট পাত্রে ভরে ফ্রিজে রেখে ৭ দিন পর্যন্ত খাওয়া যেতে পারে।