১৮ মে ২০২৪, শনিবার, ০৩:৩১:২৪ অপরাহ্ন


রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের
হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৩
রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল -পীরগঞ্জ পাকা সড়কের গণিরহাট নামক স্থানে ট্রাক ও পিক-আপের সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আওয়াল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়।

শুক্রবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ জনের বাড়ি রাণীশংকৈল উপজেলার পদমপুর ওমড়াডাঙ্গী গ্রামে। তাদের একজনের নাম রফিকুল ইসলাম ও আরেকজন হাফিজুল ইসলাম।  পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এদিন রাতে কাজ শেষে শিবগঞ্জ থেকে একটি পাওয়ার ট্রলিতে করে কয়েকজন নির্মাণ শ্রমিক বাড়িতে ফিরছিলেন। রানীশংকৈলে যাওয়ার পথে গনিরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাকের(বগুড়া ড-১১-১৩৬১)সাথে ধাক্কা লাগে। এতে ওই তিন শ্রমিক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ খড় বোঝাই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।আহত আওয়ালকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।