১৮ মে ২০২৪, শনিবার, ০৫:১৬:৪১ অপরাহ্ন


চলতি বিশ্বকাপে সর্বাধিক গড়ে রান করেছেন যারা
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৩
চলতি বিশ্বকাপে সর্বাধিক গড়ে রান করেছেন যারা ছবি: সংগৃহীত


কেএল রাহুল কিন্তু ভারতীয় মিডল অর্ডারের বড় ভরসা। তাঁর ৬১.২৫ গড়ে ২৪৫ রান তাঁকে এই তালিকায় দশম স্থানে রেখেছে।

 আফগানিস্তানের সাফল্যের অন্যতম বড় কারণ তাঁদের দলের অধিনায়র হাশমাতুল্লা শাহিদি। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি মন্দ পারফর্ম করেননি। আফগান অধিনায়কের ব্যাটিং গড় ৬১.৬০।

 চলতি বিশ্বকাপে আগুনে ফর্মে থাকা কুইন্টন ডি'কক এই তালিকায় আটে। তিনি ইতিমধ্যেই আট ইনিংসে ৬৮.৭৫ গড়ে ৫৫০ রান করেছেন। 

নিজের প্রথম বিশ্বকাপেই সকলের নজর কেড়েছেন রচিন রবীন্দ্র। তাঁর ৫৬৫ রান নিজের প্রথম বিশ্বকাপে যে কোনও ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ। রবীন্দ্র এখনও পর্যন্ত ৭০.৬২ গড়ে রান করেছেন। 

পাকিস্তান কিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের নাম এই তালিকায় দেখে কেউই অবাক হবেন না। রিজওয়ান ৭১.৮০ গড়ে সাত ইনিংসে মোট ৩৫৯ রান করেছেন। 

আফগানিস্তানের তরুণ কিপার-ব্যাটার ইকরাম আলি ৭৭ গড়ে রান করেছেন। অবশ্য তিনি মাত্র দুই ইনিংসই ব্যাট করেছেন।

আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস এখনও সকলের স্মৃতিতে তাজা। তিনি ৭৯.৪০ গড়ে রান করে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। 

কেন উইলিয়ামসন চলতি বিশ্বকাপে মাত্র তিনটি ইনিংস খেলেছেন বটে, তবে তার মধ্যেই দুইটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। উইলিয়ামসনের ব্যাটিং গড় ৯৩.৫০। 

তালিকায় দুই নম্বরে রয়েছেন 'কিং কোহলি'। বিরাট ১০৮.৬০ গড়ে চলতি বিশ্বকাপে রান করেছেন। 

একে ফখর জামান। বিরাটের থেকে সামান্যই এগিয়ে ফখর। পাক তারকার ব্যাটিং গড় ১০৯.৫০।