২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১১:১৮:০৭ পূর্বাহ্ন


টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২২
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক


কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

সোমবার (১৪ মার্চ) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ উসমান (২০) এবং একই ক্যাম্পের বি-৩ ব্লকের মো. সৈয়দ আলমের ছেলে মো. আলাউদ্দিন (২১)।

কক্সবাজারস্থ ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এতে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটকদের হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ