মুন্সীগঞ্জে ৬৪০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় জাটকা পরিবহনের দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সকালে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা ও মিরকাদিমের কাঠপট্টি মাছ বাজার থেকে এ জাটকা জব্দ করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ অঞ্চলের অতিরিক্ত নৌ-পুলিশ সুপার মো. তানভীর ভূঞার নেতৃত্বে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা ও মিরকাদিম কাঠপট্টি মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৬৪০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযারেন সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন, মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমানসহ অন্যরা। জব্দ করা জাটকার অনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দ করা জাটকাগুলো এতিমখানা লিল্লাহ বোডিং ও স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হয়েচে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
রাজশাহীর সময় / এএইচ