২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:০৫:৪০ পূর্বাহ্ন


নবিজির (সা.) খুতবা: মুমিন নেক কাজে আনন্দিত ও পাপে দুঃখিত হয়
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৩
নবিজির (সা.) খুতবা: মুমিন নেক কাজে আনন্দিত ও পাপে দুঃখিত হয় ফাইল ফটো


আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, একদিন ওমর (রা.) শামের জাবিয়া এলাকায় আমাদের সামনে ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি বললেন, লোকসকল! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের মাঝে দাঁড়াতেন তেমনি আমি আজ তোমাদের মাঝে দাঁড়িয়েছি। রাসুল (সা.) তার একদিনের ভাষণে বলেছেন,

أُوصِيكُمْ بِأَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَحْلِفَ الرَّجُلُ وَلاَ يُسْتَحْلَفُ وَيَشْهَدَ الشَّاهِدُ وَلاَ يُسْتَشْهَدُ أَلاَ لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلاَّ كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَإِيَّاكُمْ وَالْفُرْقَةَ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنَ الاِثْنَيْنِ أَبْعَدُ مَنْ أَرَادَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ مَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَذَلِكَ الْمُؤْمِنُ

“আমি তোমাদেরকে অসিয়ত করছি আমার সাহাবিদের ব্যাপারে, তারপর তাদের পরবর্তী প্রজন্ম এবং তাদের পরবর্তী প্রজন্মের ব্যাপারে। এদের পর মিথ্যা ছড়িয়ে পড়বে। কসম করতে না বললেও মানুষ কসম করবে, সাক্ষ্য চাওয়া না হলেও সাক্ষ্য দেবে। সাবধান! কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে নিভৃতে একত্রিত না হয়। নারী-পুরুষ নিভৃতে একত্রিত হলে শয়তান তাদের মধ্যে তৃতীয় জন হিসাবে হাজির থাকে। তোমরা অবশ্যই মুসলমানদের জামাআতকে আকড়ে ধরে থাকবে। বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকবে। শয়তান বিচ্ছিন্ন ব্যক্তির সাথে থাকে, দুজন ব্যক্তি থেকেও সে কিছুটা দূরে থাকে। যে ব্যক্তি জান্নাতের সর্বোত্তম স্থান লাভ করতে চায়, সে যেন দৃঢ়ভাবে জামাআতের সাথে থাকে। যাকে তার নেক আমল আনন্দিত করে এবং মন্দ আমল দুঃখিত করে, সেই হলো মুমিন।”

সূত্র: সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ