টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২'র একটি দল। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (১২মার্চ) দুপুর সাড়ে ১২টায় গোপন সাংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার গোবিন্দকাঠি গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম(৫০) ও কলারোয়া থানার কোমরপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৩৭)।
জিজ্ঞাসাবাদে তারা জানায় , দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
রাজশাহীর সময় / এম জি