বগুড়ার শিবগঞ্জে বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বে আতোয়ার আকন্দ (৩৫) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতোয়ার আকন্দ নাটমরিচাই পশ্চিম পাড়ার বুলু আকন্দের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
আতোয়ারের বাবা বুলু আকন্দ জানান, গ্রাম থেকে বনভোজনের যাওয়ার জন্য তাদের বাড়ির পাশে রাস্তায় একটা ব্যানার টাঙানো ছিল। শুক্রবার দুপুর আড়াইটার দিকে গ্রামের বাসিন্দা তাজেল ও আরও কয়েকজন সেই ব্যানার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে আতোয়ারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে রাতে তাজেল ও তার পরিবারের লোকজন বাড়িতে এসে হামলা করে। একপর্যায়ে রড দিয়ে আতোয়ারের মাথায় আঘাত করা হয়। একাধিকবার আঘাতের কারণে আতোয়ার সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে আতোয়ার নামে এক যুবক নিহত হয়েছেন। তার লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
রাজশাহীর সময় / জি আর