২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:৩২:৫৭ অপরাহ্ন


রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২২
রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত ফাইল ফটো


রাজধানীর বেইলি রোডে ট্রাকের ধাক্কায় নুরে আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত ও মো. তুহিন (৩৮) নামের একজন আহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে বেইলি রোড সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তার এই দুর্ঘটনা ঘটে।

নুরে আলমের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। তিনি তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমের আড়তে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার এস আই মুহাইমিনুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ মর্গে রাখা হয়েছে।

ভ্যান গাড়ির গ্যারেজ মালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে তেজগাঁও আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিল কেরানীগঞ্জের খোলামোড়ায়। পথে বেইলি রোডের ফাঁকা রাস্তায় পিছন থেকে প্রিমিয়াম সিমেন্ট কোম্পানীর একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নুরে আলম। খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহীর সময় /এএইচ