ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ৪ অক্টোবর বুধবার এফডিসি (চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) শুটিং করতে গিয়ে চুরি হয়ে গেছে তার মুঠোফোন। ফোন হারানো নিয়ে জিডি হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়। প্রায় এক সপ্তাহ হতে চলল, এখনো উদ্ধার হয়নি ফোনটি।
ফারিণ জানান, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এফডিসির কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। এফডিসির মতো এমন সংরক্ষিত এলাকায় দিনদুপুরে এভাবে ফোন চুরি হওয়াটা হতাশজনক।
আফসোসের সুরে ফারিণ গণমাধ্যমকে বলেন, এফডিসি নিরাপত্তাঘেরা শুটিংয়ের জায়গা। অথচ এখানে তারকারা এসে হয়রানির শিকার হচ্ছে। তাহলে এটি কিসের শুটিংয়ের জায়গা? আমার তো মনে হচ্ছে না। বাইরের লোকজন ঢুকে পড়ছে যখন-তখন। ফটকে এফডিসির নিরাপত্তাকর্মীরা বসা। তাহলে বাইরের লোক ঢুকছে কীভাবে?
এর আগে চলতি বছরের আগস্ট মাসে এফডিসির ভেতরে এক অনুষ্ঠান থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়। ব্যাগে রাখা দুটি ফোনসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যায়। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও হয়েছে। প্রায় তিন মাসেও তা উদ্ধার হয়নি।
এফডিসির সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পরিচালক (প্রশাসন) কে এম আমিনুল করিম বলেন, এফডিসিতে এত সমিতি, অনেক সময় এসব সমিতির সদস্যের সঙ্গে মেহমান আসেন, আত্মীয়স্বজন আসেন। প্রধান ফটকে নিরাপত্তাকর্মীরা সবাইকে চেক করতে পারেন না। সবচেয়ে বড় সমস্যা, এফডিসির পরিসর অনুযায়ী আমাদের নিরাপত্তাকর্মী কম, সব দিকে খেয়াল রাখা মুশকিল হয়ে পড়েছে।