২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৯:৩১:৪৭ অপরাহ্ন


কফির গুনে ত্বক হবে উজ্জ্বল
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৩
কফির গুনে ত্বক হবে উজ্জ্বল ফাইল ফটো


ত্বকের যত্নের রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন কফিও। ত্বক খুব ভালো মতো স্ক্রাব করতে কাজ করে এটি। অ্যান্টি-এজিং স্কিন কেয়ার রুটিনের জন্যও কফি সবচেয়ে ভালো। অনেক ধরনের প্রাকৃতিক জিনিসের সঙ্গে মিশিয়ে কফি ব্যবহার করতে পারেন।

এর ব্যবহারে ত্বককে দেখায় সুস্থ ও তরুণ। এতে ত্বকের ছিদ্রগুলোও থাকে পরিষ্কার । কফিতে উপস্থিত গুণাবলী বলিরেখা এবং ফাইন লাইনের সমস্যা থেকেও রক্ষা করে।

কফি ত্বকের মৃত কোষ দূর করতে কাজ করে। এতে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। আসুন জেনে নেই ত্বকের জন্য কফিতে কী কী জিনিস মিশিয়ে ব্যবহার করতে পারেন- 

অ্যালোভেরা এবং কফি পেস্ট: কফি এবং অ্যালোভেরা মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। এবার এই পেস্টটি ঘাড়ে এবং মুখে লাগান। এটি দিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এর পর ত্বক পরিষ্কার করুন। কফি এবং অ্যালোভেরার পেস্ট মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এর পর পরিষ্কার জল দিয়ে মুখ পরিষ্কার করুন। কফি এবং অ্যালোভেরা মুখের জন্য ২ থেকে ৩ বার ব্যবহার করা যেতে পারে।

কফি এবং মধু পেস্ট: কফি ও মধু মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। এই পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। মধু এবং অ্যালোভেরার পেস্ট ত্বকের ছিদ্র গভীরভাবে পরিষ্কার করে।

কফি এবং দুধের পেস্ট: ত্বকের জন্য কফি ও দুধের পেস্টও ব্যবহার করতে পারেন। মুখে ও ঘাড়ে কিছুক্ষণ লাগিয়ে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করুন। এর পর ত্বক এক্সফোলিয়েট করুন। কফি এবং দুধের পেস্ট ত্বকে ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর পরিষ্কার জল দিয়ে মুখ পরিষ্কার করুন। এই প্যাকটিও মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে।

কফি এবং কলার পেস্ট: ত্বকের জন্য কফি এবং কলার পেস্টও ব্যবহার করতে পারেন। এ জন্য কলার পেস্টে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। কফি এবং কলার পেস্ট মুখে এবং ঘাড়ে লাগান। এটি দিয়ে ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর পরিষ্কার করুন।