বলিউডের এক নামী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন পায়েল ঘোষ। তারপর থেকে হামেশাই চর্চায় থাকেন এই বাঙালি কন্যে। বলিউড ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম পায়েল। চলতি বছরের গোড়ার দিকে সোশ্যাল মিডিয়ায় অসমাপ্ত সুইসাইড নোট পোস্ট করে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি।
লিখেছিলেন-'আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরব'।
সম্প্রতি বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের চর্চায় পায়েল। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের উপস্থিতি জানান দেন পায়েল। বলিউডকে বিঁধে 'এক্স' হ্যান্ডেলে নায়িকা লেখেন, 'ভাগ্যিস আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে পথচলা শুরু করেছিলাম। যদি আমার শুরুটা বলিউডে হত, তাহলে সকলে আমার পোশাক খুলে আমাকে পরিবেশন করত, কারণ এখানে পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে নিজেদের শিল্পসত্ত্বার চেয়ে'।
পায়েলের এই মন্তব্যে রীতিমতো শোরগোল। অনেকেই সহমত পোষণ করেছেন বঙ্গতনয়ার সঙ্গে। বলিউড শুরু থেকেই মেয়েদের পণ্য হিসাবে ছবিতে তুলে ধরে মত, নেটিজেনদের একটা বড় অংশের। তবে অনেক বিরোধিতা করে লেখেন, 'কেউ কাউকে শরীর দেখাতে বাধ্য করে না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত'।
কিছুদিন আগেই পায়েল আরও একটি বেফাঁস মন্তব্য করেছিলেন। তাঁর মতে,ছবিতে কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয় বলিউডে। শীঘ্রই মুক্তি পাবে পায়েল অভিনীত 'ফায়ার অফ লাভ: রেড'। পায়েল লেখেন- 'এটা আমার কেরিয়ারের ১১ নম্বর ছবি। যদিও আমি সবার সঙ্গে শুতাম তাহলে এটা অন্ততপক্ষে ৩০ নম্বর ছবি হয়।
ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে পায়েল জানান, 'বড় ছবিতে কাজ পেতে শুতে হয়। সেটা ছাড়া সম্ভবই নয় (চরিত্র পাওয়া)'। পরেশ রাওয়ালের অনস্ক্রিন কন্যের এমন বিস্ফোরক বিবৃতি অনেকের কাছেই লাইম লাইটে আসার চেষ্টা। কেউ আবার সত্যিটা সামনে আনার সত্ সাহস দেখনোয় পায়েলের প্রশংসা করেছেন।
'প্যাটেল কি পঞ্জাবি শাদি', 'প্রায়ানাম', 'ওসারাভেল্লি'র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পায়েল। পরিচালক অশোক ত্যাগীর আসন্ন ছবি 'ফায়ার অফ লাভ: রেড'-এ লিড চরিত্রে অভিনয় করছেন পায়েল। পায়েল ছাড়াও এই ছবিতে দেখা মিলবে ক্রুষ্ণা অভিষেক এবং কমলেশ সাওয়ান্তের। ১৫ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি।