১৭ মে ২০২৪, শুক্রবার, ০৪:৩৩:৩৯ অপরাহ্ন


প্যারিসে অলিম্পিক ভিলেজে নারীদের হিজাব পরতে বাধা নেই
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৩
প্যারিসে অলিম্পিক ভিলেজে নারীদের হিজাব পরতে বাধা নেই ছবি- সংগৃহীন


আগামী বছর ফ্রান্সের প্যারিসে বসছে গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসর। ওই আয়োজনে নারীরা অলিম্পিক অ্যাথলেট ভিলেজে হিজাব পরতে পারবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এ কথা জানিয়েছে।

তবে ফরাসি সরকার জানিয়েছে, ফ্রান্সের হয়ে যেসব নারী খেলোয়াড় অলিম্পিকে অংশ নেবেন, তাঁদের কেউ হিজাব পরতে পারবেন না।

এ বিষয়ে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওদেয়া–কারতেরা বলেন, ফরাসিরা ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল। এই নীতি মেনে চলার জন্য অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে অনুমতি দেওয়া হবে না।

তবে ভিন্ন অবস্থান নিয়েছে আইওসি। সংস্থাটি জানিয়েছে, ফ্রান্স সরকারের এই নিয়ম প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া অন্যান্য দেশের নারী খেলোয়াড়দের জন্য বহাল থাকবে না। অর্থাৎ তাঁরা চাইলে অলিম্পিক ভিলেজে হিজাব পরতে পারবেন।

এ বিষয়ে আইওসির একজন মুখপাত্র বলেন, অলিম্পিক ভিলেজে আইওসির নিয়ম চালু থাকবে। তাই সেখানে হিজাব বা যেকোনো ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক পোশাক পরতে কোনো বাধা নেই।

এদিকে অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে বাধা দিয়ে ফরাসি সরকারের নীতির সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।