‘আদিপুরুষ’, ‘সাহো’, ‘রাধেশ্যাম’ — তালিকাটা বেশ লম্বা… আর এই তালিকার মধ্যে একটা জিনিসের মিল রয়েছে। প্রতিটি ছবিই দক্ষিণী সুপারস্টার প্রভাসের। আর প্রভাস অভিনীত এই সব কয়টি ছবিই বক্স অফিসে বেশ ফ্লপ করেছে। শুরুটা ভাল হলেও শেষটা ভাল হয়নি। অন্যদিকে এই মুহূর্তে শাহরুখ খানের কেরিয়ার তুঙ্গে।
পরপর দু’টি ছবি হিট হওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর তিনি। তাই ডিসেম্বরে যখন এই মরসুমের শাহরুখের শেষ ছবি ‘ডানকি’ মুক্তির দিন ঘোষণা করা হয় তখন প্রভাস ভক্তদের মনে মনে প্রার্থনা ছিল একটাই, প্রভাস যেন শাহরুখের ছবির সঙ্গে একই দিনে তাঁর এই বছরের শেষ সম্বল ‘ডানকি’ রিলিজ না করে। বলিউডের অন্দরে শোনাও গিয়েছিল, ‘ডানকি’ ও ‘সালার’ একদিনে মুক্তি হবে না।
তবে শুক্রবার সকালেই পাল্টে গেল যাবতীয় সমীকরণ। আগামী ২২ ডিসেম্বেরেই মুক্তি পাচ্ছে প্রভাসের ছবি ‘সালার’। হাইবাজেট অ্যাকশন ছবির পরিচালক প্রশান্ত নীল। ছবিতে প্রভাস ছাড়াও রয়েছেন শ্রুতি হাসান, জগপতি বাবু সহ অনেকেই। প্রশান্ত নীল এর আগে সুপারহিট ছবি ‘কেজিএফ’-এর পরিচালক ছিলেন। অন্যদিকে এখনও পর্যন্ত যা খবর, ওই একই দিনে মুক্তি শাহররুখ খান অভিনীত রাজ কুমার হিরানীর ছবি ‘ডানকি’। দু’টি ছবি দুই ধাঁচের সে বিষয়ে সন্দেহ নেই।
তবে একই দিনে দুই হাইবাজেট, সুপারহাইপড ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নন সিনেপ্রেমীরা। অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন প্রভাসের উপর। তাঁদের একটাই বক্তব্য, “পরপর ফ্লপেও শিক্ষা নেই প্রভাসের’।
প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সালার’। তবে এই মাসের শুরুতে ওই ছবির নির্মাতারা জানিয়ে দেন, ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হবে। কিন্তু তাই বলে শাহরুখের সঙ্গে পাঙ্গা! শাহরুখ নাকি প্রভাস– শেষ হাসি কে হাসেন এখন সেটাই দেখার।