হিলি স্থলবন্দরের আড়তে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম দুদিনের ব্যবধানে টনপ্রতি তিন থেকে চার হাজার টাকা বেড়েছে। ভারতে বন্যা এবং বৈরী আবহাওয়ার অজুহাতে দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) কেজিপ্রতি ৫২ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৯ টাকা পর্যন্ত।
এদিকে বন্দর ও আড়তে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের অভিযোগ, আসন্ন তিন দিন আমদানি বন্ধ থাকবে বলেই দাম বাড়িয়েছে আমদানিকারকরা।
তবে আমদানিকারকরা বলছেন, ভারতে বাড়ার কারণে বন্দরেও পেঁয়াজের দাম বেড়েছে। পরিবহন ভাড়া যুক্ত হওয়াকেও কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।
হিলি স্থলবন্দর দিয়ে প্রতিনিয়তই ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৫ কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১২৬ ট্রাকে ৪ হাজার ২৭৫ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে।
কিন্তু চাহিদা অনুযায়ী আমদানি হলেও প্রায়ই নানা অজুহাতে এভাবে দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা।