২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৩:৪৫:২৩ অপরাহ্ন


নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৩
নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ সাত দশকের ঢালিউডের হার্টথ্রব নায়ক জাফর ইকবাল। ছবি: সংগৃহীত


বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক জাফর ইকবাল। সাত দশকের রোমান্টিক ঘরানার এ নায়কের আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) শুভ জন্মদিন।

১৯৫০ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন জাফর ইকবাল। দর্শকমহলে পরিচিতি নায়ক হিসেবে পেলেও জীবনে ক্যারিয়ার শুরু করেছিলেন গায়ক হিসেবেই।

বাংলাদেশের একজন সুপরিচিত কণ্ঠশিল্পী  শাহানাজ রহমতুল্লাহর ভাই ছিলেন জাফর। বড় ভাই আনোয়ার পারভেজও নামকরা সংগীতজ্ঞ। তাই গানের মাধ্যমেই চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গে পরিচয় হয় নায়কের। এরপরই গান থেকে সরাসরি অভিনয় জগতে পা রাখেন জাফর।

‘আপন পর’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের সিনেমায় রুপালি জগতে পা রাখেন। এরপর একে একে অভিনয় করেন ১৫০টিরও বেশি সিনেমায়।
 
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ভাই বন্ধু, বন্ধু আমার, নয়নের আলো, সূর্যসংগ্রাম, অবুঝ হৃদয়, দিনের পর দিন, বেদ্বীন, অংশীদার, মেঘবিজলী বাদল ইত্যাদি।
 
নায়ক জাফর ইকবালের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে হয় যদি বদনাম হোক আরও, সুখে থেকো ও আমার নন্দিনী, তুমি আমার জীবন, আমি তোমার জীবন ইত্যাদি।
 
নিজের দক্ষ অভিনয় দিয়ে ঢালিউডের হার্টথ্রব নায়কে পরিণত হয়েছিলেন তিনি। সুরেলা গানের জাদুতে গায়ক হিসেবেও পেয়েছিলেন দর্শকপ্রিয়তা।
 
গায়ক, নায়ক ছাড়াও জাফর ইকবালের আরও একটি বড় পরিচয় রয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
 
ঢালিউডের চিরসবুজ এ নায়ক বেঁচে থাকলে আজ ৭৩তম জন্মদিন উদযাপন করতেন। কিন্তু হঠাৎই ১৯৯২ সালে ৮ জানুয়ারি মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এ তারকা।