সুরা ফিল কোরআনের ১০৫তম সুরা। এর আয়াত সংখ্যা ৫টি। এ সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আরবি ফিল শব্দের অর্থ হাতি। এ সুরায় আল্লাহ হাতিবাহিনীর কাবা আক্রমণ ও আল্লাহর শাস্তি নেমে আসার ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন। তারা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য অনেকগুলো হাতিসহ একটি বিশাল বাহিনী নিয়ে মক্কায় এসেছিল। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে এক ঝাঁক পাখি পাঠান। পাখির ঝাঁক ওই বিশাল বাহিনীকে ধুলায় মিশিয়ে দেয়।
সুরা ফিল
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِاَصۡحٰبِ الۡفِیۡلِ
আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।
আপনি কি দেখেননি আপনার রব হাতিবাহিনীর সাথে কী করেছেন?
اَلَمۡ یَجۡعَلۡ کَیۡدَہُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ
আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
وَّاَرۡسَلَ عَلَیۡہِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ
ওয়া আরসালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি,
تَرۡمِیۡہِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ
তারমীহিম বিহিজা-রাতিম মিন সিজ্জীল।
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ
ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।
তিনি তাদের বানিয়ে দিয়েছিলেন খেয়ে ফেলা খড়ের মতো।
শিক্ষা ও নির্দেশনা
১. আল্লাহর ক্ষমতা অসীম। তিনি যা চান, তাই করতে পারেন। তিনি চাইলে এক নিমিষে জালিমের জুলুম গুঁড়িয়ে দিতে পারেন। সব অনাচার শেষ করে দিতে পারেন। কিন্তু যেহেতু দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে মুমিনদের জীবনেও দুঃখ-কষ্ট আসে, কাফির-জালিমদেরও আল্লাহ ছাড় দেন। তবে মাঝে মাঝে মানুষ অতি মাত্রায় সীমালঙ্ঘন করলে আল্লাহ তার ক্ষমতার প্রকাশ ঘটান।
২. সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। নবিজি তখন মক্কার কাফেরদের শত্রুতা ও জুলুম মোকাবেলা করছিলেন। এ সুরা অবতীর্ণ করে আল্লাহ নবিজিকে (সা.) সান্ত্বনা দিয়েছেন যে, যেভাবে তিনি হাতিবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, মক্কার কাফেরদেরও তিনি পরাজিত ও নির্মূল করবেন। পরবর্তীতে তাই হয়েছিলো।
৩. হাতিবাহিনীর ঘটনা ঘটেছিলো রাসুলের (সা.) জন্মের বছর। রাসুল (সা.) যখন ইসলাম প্রচার করছিলেন, তখনও মক্কায় হাতিবাহিনীর ঘটনা মানুষের মুখে মুখে ফিরতো। এ সুরা অবতীর্ণ করে আল্লাহ মক্কাবাসীকে মনে করিয়ে দিয়েছেন তার নেয়ামতের কথা; কীভাবে তিনি তাদের রক্ষা করেছিলেন। অথচ তারা এখন তার প্রেরিত রাসুলকে না মেনে তার নাফরমানি করছে!