বৃত্তি নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য রাশিয়া। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন। অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি।
দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। তেমনই একটি ওপেন ডোরস রাশিয়ান স্কলারশিপ।
“গ্লোবাল ইউনিভার্সিটিজ” সমিতি ও রাশিয়ান শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য এই বৃত্তি দেওয়া হয়।
এই প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপরা টিউশন ছাড়াই রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান।
এই বৃত্তির আওতায় যেসব বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা
- কম্পিউটার ও ডেটা সায়েন্স
- ব্যবসা ব্যবস্থাপনা
- শিক্ষা
- রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
- জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তি
- স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞান
- ভাষাতত্ত্ব এবং আধুনিক ভাষা
- রসায়ন ও ম্যাটেরিয়াল সায়েন্স
- অর্থনীতি এবং একনোমেট্রিক্স
- প্রকৌশলী ও প্রযুক্তি
- ক্লিনিক্যাল মেডিসিন ও জনস্বাস্থ্য
- আর্থ সায়েন্স
- গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা
- শারীরিক বিজ্ঞান
বৃত্তির সুযোগ সুবিধা
যারা এই বৃত্তি পাবেন, তারা রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন। সেই সঙ্গে তাদের পড়ালেখার যাবতীয় খরচ রাশিয়ার সরকার বহন করবে।
প্রয়োজনীয় নথিপত্র
- পাসপোর্টের কপি
- একাডেমিক সব সার্টিফিকেট ও নম্বরপত্র
- রেফারেন্স লেটার
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ। আইএলটিএসে ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে। তবে যাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ রয়েছে, তাদের আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই।
- স্টেটমেন্ট অব পারপাস।
আবেদনের যোগ্যতা
ব্যাচেলর ডিগ্রিধারী (মাস্টার্স ট্র্যাকের জন্য) বা মাস্টার্স ডিগ্রি (ডক্টরাল ট্র্যাকের জন্য) অংশগ্রহণকারীদের রাশিয়ান বা ইংরেজি ভাষায় পড়ালেখা করতে হবে। তাই যেকোনো এক ভাষায় দক্ষ হতে হবে। রাশিয়ান ছাড়া সবাই আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।
আবেদন পদ্ধতি
আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ এ বছরের ১০ ডিসেম্বর।
শেয়ার করুন
এ জাতীয় আরো খবর