২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৭:৪৯:৩৮ পূর্বাহ্ন


বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২২
বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ফাইল ফটো


কক্সবাজারের রামু উপজেলায় বন্যহাতির আক্রমণে আব্দুল মাবুদ (৪৫)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

রবিবার (৬ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শনিবার বেলতলী ঝর্ণামুখ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে তিনি আহত হন। আব্দুল মাবুদ বেলতলী গ্রামের মৃত মো.খলিলের ছেলে। 

বাবা হত্যার দণ্ড মাথায় নিয়ে ৩০ বছর আত্মগোপনেবাবা হত্যার দণ্ড মাথায় নিয়ে ৩০ বছর আত্মগোপনে

কক্সবাজার উত্তর বনবিভাগের বাঘখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান বলেন, এখন প্রায় সময় লোকালয়ে আসে হাতিরপাল। শনিবার সকালে একটি বন্যহাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এ সময় হাতিটির আক্রমণে কৃষক আব্দুল মাবুদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার জানান, হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ রকম মৃত্যুর পর ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগ সহযোগিতা করে। 

রাজশাহীর সময় / এএইচ