২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:০২:০৮ অপরাহ্ন


সানির মানভঞ্জনে এগিয়ে এলেন শাহরুখ !
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
সানির মানভঞ্জনে এগিয়ে এলেন শাহরুখ ! সানির মানভঞ্জনে এগিয়ে এলেন শাহরুখ !


হলে বর্তমানে রমরমিয়ে চলছে ‘গদর ২’। এত ভালো ফল করবে এই সিনেমা বক্স অফিসে তা ভাবতে পারেননি অনেকেই। ছবির সাফল্যে খুশি সানি দেওল নিজেও। ‘গদর ২’ ৪০০ কোটির ঘরে পা রাখার পর ছলছল চোখে ভিডিয়ো বার্তা শেয়ার করে অনলাইনে ধন্যবাদ জানিয়েছিলেন নিজের অনুরাগী, দর্শকদরে। বলিউডের তারকারাও সানিকে শুভেচ্ছা জানিয়েছেন এই সাফল্যে। সেই তালিকায় নাম আছে শাহরুখ খানেরও। দীর্ঘ বিবাদ ছিল সানি আর শাহরুখের। শোনা যায়, ১৭ বছর কেউ কারও সঙ্গে কথাও বলেননি।

এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন যে, কীভাবে শাহরুখ তাকে গদর ২-এর সাফল্যের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। সানি বলেন, ‘‘শাহরুখ খান ছবিটি দেখেছেন। আমাকে ফোন করে শুভকামনাও জানিয়েছিলেন। ওঁ খুব খুশি। আমাকে বলেছেন, ‘আমি খুব খুশি, আপনি সত্যিই এটির যোগ্য’। আমি জবাবে ধন্যবাদ বলি। ওঁর স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ানের সঙ্গেও ফোনে কথা বলি। তিনি তখন আমাকে বলেন, ‘আজ রাতে আমরা ছবিটা দেখতে যাচ্ছি’। ছবিটা দেখার পর তিনি মনে হয় একটা টুইটও করেছেন।’’

শাহরুখের সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উঠলে সানির জবাব, ‘সময় সব কিছু ঠিক করে দেয়। জীবনের নামই তো এগিয়ে যাওয়া। আমার মনে হয় জীবনটা এরকমই হওয়া উচিত।’

প্রসঙ্গত, দিনকয়েক আগে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে আস্কএসআরকে সেশন করেছিলেন শাহরুখ। সেখানেই এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করেন ‘গদর ২ দেখেছেন আপনি?’ জবাবে শাহরুখ লেখেন, ‘হ্যাঁ, দারুণ লেগেছে।’

শাহরুখ আর সানির ঝামেলার নেপথ্যে ছিল ‘ডর’। এই সিনেমার সাফল্যের পর ভিলেন চরিত্রে থাকা শাহরুখকে নিয়ে মাতামাতি নাকি মেনে নিতে পারেননি সানি। ছবিতে নায়ক (সানি দেওল)-এর থেকে বেশি প্রাধান্য পেয়েছে ভিলেন (শাহরুখ) এমনটাই মত ছিল ধর্মেন্দ্র-পুত্রের। সেই থেকেই নাকি কথা বন্ধ ছিল দুজনের। তবে পুরনো বিবাদ মিটিয়ে দিল ‘গদর ২’-এর সাফল্য। বন্ধুত্বের হাত বাড়িয়ে ফের মন জিতে নিলেন কিং খান। 

কাজের সূত্রে, ৭ সেপ্টেম্বর আসছে শাহরুখ খানের ‘জাওয়ান’। তার আগে অবধি হলে রমরমা থাকবে ‘গদর ২’-এর। শাহরুখের ছবি এলে টিকিট বিক্রি হয়তো একটু কমবে। তবে ইতিমধ্যে ৪৬০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে গদর ২। ১ সপ্তাহের মধ্যে ঢুকে যাবে ৫০০ কোটির ঘরেও। পাঠান আর বাহুবলী ২-কে টপকে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবি হতে আদৌ পারে কি না সানি-আমিশার যুগলবন্দী সেটাই এখন দেখার।