২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৭:৫৯:০৫ পূর্বাহ্ন


কক্সবাজারে কৃষককে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২২
কক্সবাজারে কৃষককে কুপিয়ে হত্যা ফাইল ফটো


কক্সবাজারের পেকুয়ায় গাছকাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের উত্তর আধারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অলি আহমদ (৪৫) শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুন বাগিচা এলাকার শেখ আহমদের ছেলে।

শিলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুস ছমদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের উপর্যুপরি দায়ের কোপে কৃষক অলি আহমদ গুরুতর আহত হন। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নুরুল হক জানান, শিলখালী ইউনিয়নের উত্তর আঁধারী এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া বনবিটের সংরক্ষিত বনভূমিতে কৃষক অলি আহমদের দখলীয় জায়গায় গাছ কাটা নিয়ে একই এলাকার আবদুল মজিদ ও আবদুল গণিদের মাঝে বিরোধ হয়।

ওই বিরোধের জের ধরে গাছ কাটা শেষে আবুল মজিদ ও আবদুল গণিসহ আরও কয়েকজন কৃষক অলি আহমদের ওপর ধারালো দা দিয়ে হামলা করে। এতে অলি আহমদ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনা জানার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার অভিযোগ দিলে মামলা নথিভুক্ত করা হবে।

রাজশাহীর সময় / এএইচ