২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন


সারাদেশে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২২
সারাদেশে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে ফাইল ফটো


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে ১৮ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষায় ৬০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন।

এর আগেরদিন বৃহস্পতিবার দেশে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল এবং ৬৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।

শুক্রবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪০৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের তিনজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের ও একজন সিলেট বিভাগের বাসিন্দা।

রাজশাহীর সময় /এএইচ