২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:৫৮:৪৯ পূর্বাহ্ন


লন্ডন-আমেরিকার বোর্ডিংয়েও 'ভয়াবহ' অভিজ্ঞতা হয়েছিল সুহানা খানের
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২৩
লন্ডন-আমেরিকার বোর্ডিংয়েও 'ভয়াবহ' অভিজ্ঞতা হয়েছিল সুহানা খানের ছবি: সংগৃহীত


বাবার পদাঙ্ক অনুসরণ করে খুব জলদি বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান। এই স্টার কিডকে ঘিরে অবশ্য উত্তেজনা বরাবারই তুঙ্গে। তা সে সিনেমায় রা রাখার আগে থেকেই। বুধবার একটু বুক লঞ্চ ইভেন্টে যোগ দেন সুহানা। যো ভিডিয়ো নিজে শেয়ার করে নেন মা গৌরী খান। কোয়েল পুরীর বই 'ক্লিয়ারলি ইনভিসিবল ইন প্যারিস'-এর উদ্বোধন করেন তিনি।

এই ইভেন্ট থেকে সুহানার এিটি ছবি আর ভিডিয়ো শেয়ার করে নেন গৌরী। নিজের প্রথম একক পাবলিক অ্যাপিয়ারেন্সে এসে যে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কথা বলছিলেন তার তারিফ না করে পারেননি গৌরি। শাহরুখের সঙ্গে তাঁর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যাওয়ার কথাও উঠে আসে গৌরীর স্মিৃতিচারণায়।

সুহানা জানান, কোয়েল পুরীর 'ক্লিয়ারলি ইনভিসিবল ইন প্যারিস' পড়ার পর তিনি এই বইয়েরই একটি চরিত্রের সঙ্গে একাত্মবোধ করতে পারছেন। শাহরুখ-কন্যা বলেন, 'আমি ইংল্যান্ড আর নিউ ইয়র্কে থেকে পড়শোনা করি। আমার মনে হয় সেখানে যে বন্ধুত্বগুলো আমি করেছিলাম তা আমার কাছে আমার পরিবার ছিল।'

যখন প্রশ্ন করা হয় তাঁর কাছেও কি নিজের অভিবাসনের গল্প রয়েছে যাতে সুহানার জবাব, 'আমি তো অভিবাসী হিসেবে সেখানে যাইনি। পড়ুয়া হিসেবে গিয়েছিলাম। বোর্ডিং স্কুলে থাকার জন্য ঘর ছাড়ি যখন আমার বয়স মাত্র ১৫ বছর। আমার কাছে সে অভিজ্ঞতা প্রথম দিকে বেশ ভয়াবহ ছিল। কালচার শক ছিল। মানিয়ে নিতে খুব কষ্টও হয়েছিল। তবে সেখানকার মানুষ, সেখানকার বন্ধুরা ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নেয়। আমি বাড়ির বাইরেও পরিবারের স্বাদ পাই। আমি যখন নিজেকে অদৃশ্য অনুভব করছিলাম, ওদের ভালোবাসাই আমাকে স্বাভাবিক করেছে।'

এর আগে এই বুক লঞ্চ ইভেন্ট থেকে বেরিয়ে আসার সময় শাহরুখের মেয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে তিনি এক দুঃস্থ মহিলার হাতে তুলে দিয়েছিলেন ১০০০ টাকা। যে ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশংসা করেছিল নেট-নাগরিকরা। সেই সময় মেয়ের পিছনে ছিলেন গৌরী খান নিজেও।

বছরের শেষেই নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে জোয়া আখতারের 'দ্য আর্চিস' সিনেমাটির। যা দিয়ে অভিনয়ে সুহানার সঙ্গেই ডেবিউ করছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর ও আমিতাভের মেয়ে শ্বেতার পুত্র অগস্ত্য নন্দা। সুহানার চরিত্রটির নাম ভেরোনিকা। ১৯৬৪ সালের প্রেক্ষাপটে রিভারডেলের একদল তরুণ-তরুণীকে নিয়ে এই গল্প এগোবে 'দ্য আর্চিস'-এর।